জেলে গো-পালন করলে কয়েদিদের অপরাধ মনস্কতা কমবে বললেন, মোহন ভাগবত

আমাদের ভারত,৮ ডিসেম্বর: জেলের কয়েদিদের যদি গোপালন অর্থাৎ গরুর দেখভাল করতে দেওয়া হয় তাহলে তাদের অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। জেলবন্দি অপরাধীরা গো পালন করলে তাদের অপরাধ মানসিকতার পরিবর্তন ঘটবে। মানসিকতা পরিবর্তনের জন্য গোসেবার কোনো বিকল্প নেই।গরু সেবা করতে গিয়ে নৃশংস মানসিকতার লোকেরাও বদলে যায়। তাদের মনে ঘৃণা পরিবর্তে ভালোবাসার জন্ম নেয়।মহারাষ্ট্রের পুনেতে গো-বিজ্ঞান সংশোধন সংস্থার একটি পুরস্কার বিতরণী গিয়ে এমনই মন্তব্য করেছেন মহান ভাগবত।

এই সংস্থায় গরুর বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে আলোচনা হয়। ভাগবত বলেন জেলের কয়েদিরা গোরুর দেখভাল করে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে তার ডকুমেন্টশন প্রয়োজন। যা বিশ্বদরবারে তুলে ধরা যাবে।

ভাগবত বলেন, গরু বিশ্বমাতা। গরু অন্যান্য পাখি পশু সকলকে ভালো রাখতে সাহায্য করে। তার থেকেও বড় কথা মানবজীবনকে সমস্ত রোগভোগের আবডাল থেকে রক্ষা করে মানুষের হৃদয় একেবারে ফুলের মতো সুন্দর রাখতে সাহায্য করে গরু।

তিনি বলেন, জেলে থাকা কয়েদিদের দিয়ে গরুর দেখভালের ব্যবস্থা করা হলে কর্তৃপক্ষের নজরে আসবে কয়েদিদের অপরাধ মনস্কতা অনেকটাই কমে গেছে।

তিনি বলেন, বেশ কয়েজন জেল কর্তৃপক্ষের অভিজ্ঞতা শুনেই আমি এই দাবি করছি।

এছাড়াও সংঘ প্রধান বলেন, দেশের গরুদের মান বিশ্ব দরবারে তুলে ধরতেও ডকুমেন্টেশন করা শুরু করতে হবে।

আরএসএস প্রধান বলেন, আমাদের সমাজ অনেকটা বড়। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি একটি করে গরুর দায়িত্ব নেন তাহলে আখেরে ভালো আমাদেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *