
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ মার্চ:
লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার আবেদন জানালেন নুসরত জাহান। শনিবার অভিনেত্রী নিজে চেতলা বাজারে বাজার করতে আসেন। তারপর পুরো চেতলা বাজার ঘুরে দেখলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
সকালে বাজারে এসে তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি নিজের বাড়ির জন্য আনাজপাতি কেনেন। সবাই যাতে একসঙ্গে বেশি জিনিস কিনে ঘরে মজুত না করেন, তার জন্য জনতার কছে আবেদন জানান বসিরহাটের সাংসদ। সবাইকে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার কথাও বলেন তিনি। ঘরবন্দি অবস্থায় হতাশ না হয়ে বাড়ির বিভিন্ন কাজ ও নিজেদের পছন্দের জিনিসের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।