হাসপাতাল থেকে ছাড়া নুসরতের, রিপোর্ট ফুলবাগান থানায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৮ নভেম্বর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। আগের থেকে অনেকটা ভালো আছেন অভিনেত্রী নুসরত জাহান। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপাতত কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে অভিনেত্রীকে।

সোমবার সকালেই জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছেন তিনি। এরপর রবিবার রাত ৯.৩০টা নাগাদ রাতে অসুস্থ হলে অভিনেত্রীকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, নুসরত অ্যাপোলো হাসপাতালের ২৭০ নম্বর আইসিইউ বেডে ভর্তি হন। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।হাসপাতালের তরফে নিয়ম মেনে, ফুলবাগান থানায় তাঁর ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছে।

নুসরতের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, শ্বাসকষ্টের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমার রোগী। এর আগেও তাঁর এমন সমস্যা হয়েছে। দিনভর চিকিত্‍‌সার পর সোমবার দুপুরে ছেড়ে দেওয়া হয় নুসরতকে। চিকিত্‍‌সকরা জানিয়েছেন, নুসরতের অবস্থা আগের থেকে অনেকটা ভালো। তবে তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে এবং কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে।

এদিকে সূত্রের খবর, ২০ টা ঘুমের ওষুধ খেয়ে ছিলেন তিনি। আবার অন্য একটি সূত্রে খবর, ওষুধের ওভারডোজের কারণে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে তাঁর পরিবারসূত্রে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here