রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগের উদ্যোগে পুষ্টি সচেতনতা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) এর জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) বিভাগের উদ্যোগে পোষণ পাকওয়ারা (জাতীয় পুষ্টি মাস) উপলক্ষে মুড়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একটি পুষ্টি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের মায়েরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস-এর চারটি ইউনিটের প্রোগ্রাম অফিসার দেবযানী মুখার্জি, নির্মাল্য কুমার সিনহা, বিশ্বনাথ নাগ ও শ্রেয়সী দত্ত। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানটি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা মহোদয়ার অনুপ্রেরণায় ও তত্বাবধানে সম্পন্ন হয়। সারা বছর ধরে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটগুলি বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান করে থাকে যার সামাজিক মূল্য অপরিসীম। তারই স্বীকৃতি স্বরূপ আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সালের বেস্ট ভলান্টিয়ারের পুরষ্কারটি লাভ করেন সুরঞ্জনা মাঝি। এছাড়াও নানা বিভাগ থেকে সঞ্চিতা চক্রবর্তী, দিশা পান, পাপিয়া মন্ডল, প্রিয়াঙ্কা নায়েক সংবর্ধনা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *