
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের পক্ষ থেকে আজ মেদিনীপুরে “বিশ্ব ক্রেতা অধিকার দিবস” পালন করা হয়েছে। যদিও গত ১৫ মার্চ সারা পৃথিবীতে ঐ বিশেষ দিনটি পালিত হলেও আজ মেদিনীপুর জেলা গ্রন্থাগারে রাজ্য সরকারের ঐ বিভাগের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়েছে।
ক্রেতাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আজ এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য আজ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্রয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করার পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতা এবং ইন্দ্রজাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
অতিরিক্ত জেলাশাসক সৌভিক বন্দ্যোপাধ্যায় ক্রেতাদের সুরক্ষার ছটি মানদণ্ডের বিষয়ে আলোচনা করেন এবং অবগত করান।