ঝাড়গ্রাম জেলায় বিশ্ব-মৎস্যজীবী দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়্গ্রাম, ২১ নভেম্বর: সোমবার বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে। এদিন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে জল বাঁচাও, মাছ বাঁচাও এবং পরিবেশ বাঁচাও স্লোগান তুলে পতাকা উত্তোলনের পর বিনপুর দু’নম্বর বেলপাহাড়ি ব্লকের জয়পুর-মু্ঁগাডাবর ফরেষ্ট বাঁধ এলাকার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করেন। একই সঙ্গে জামবনি ব্লকের মৎস্যজীবী পরিবারগুলি সেখানকার ভোড়বনী-তেলকরাই মৎস্যজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।
 
শিলদা রাজার বাঁধের পাড়ে দিবসটি উদযাপন করেন ওই এলাকার মৎস্যজীবী ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। বেলপাহাড়ির খাঁদারানী ড্যামেও বিশ্ব মৎস্যজীবী দিবস পালন উপলক্ষে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা অনুষ্ঠান করেন।

জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন্দ্রনাথ মাহাত জানান, এবার রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে ঝাড়গ্রাম জেলার সমস্ত মৎস্যজীবীদের নাম নথিভুক্ত করার আবেদন জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *