সিভিক পুলিশদের খাবার দিয়ে ফের মানবিকতার পরিচয় দিলেন সাউথ ইষ্ট ট্রাফিক ওসি সমীর কুমার পাঁজা

নীল বনিক, আমাদের ভারত, ২৮ মার্চ: ফের মানবিক মুখ দেখালেন সাউথ ইষ্ট ট্রাফিক গার্ডের ওসি সমির কুমার পাঁজা। শনিবার সকালে নিজের পয়সায় তার সহকর্মীদের মধ্যে খবার দিলেন তিনি। বর্তমান সময়ে লকডাউন চলছে। আর লকডাউনে ডিউটি করার সময় খাবারের অসুবিধে হচ্ছে সিভিক পুলিশ ও হোমগার্ডদের।

নিজের সহকর্মীদের কাছে সমীর বাবু বলেছেন, সিভিক পুলিশরা আমাদের থেকে অনেক সুযোগ সুবিধে কম পান। এইসময়ে আমাদের সহকর্মীদের পাশেও আমাদের দাঁড়ানো উচিত। বহু সিভিক পুলিশ কর্মী রয়েছেন পয়সার কথা মাথায় রেখে এই সময়ে হয়তো খাচ্ছেন না। তাই তাদের লকডাউনের সময় একটু টিফিনের ব্যাবস্থা করতে পারলে আমরা মানবিকতার পরিচয় রাখতে পারি। সকালেই সমীর বাবু নিজে তার গার্ডের সমস্ত সিভিক পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে জল, মুড়ি ও কলা বিতরণ করলেন।

এব্যাপারে সমীরবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সহকর্মী ভাইদের ভালো মন্দো দেখার দায়িত্ব আমার। তাই তাদের একটু পাশে দাঁড়িয়েছি। খুব একটা বেশি কিছু আমি করিনি। পুরো সাউথ ইষ্ট গার্ডের পুলিশ কর্মীরাই আমাদের সিভিক পুলিশ কর্মীদের পাশে আছেন বলে জানান তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here