
নীল বনিক, আমাদের ভারত, ১৯ মার্চ: করোনার আতঙ্কে কাজের সময় কমানোর দাবিতে রাজ্যপালকে চিঠি দিচ্ছে ব্যাঙ্ক অফিসার্স সংগঠন। এছাড়াও রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এই চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অফিসার্স সংগঠনের সাধারন সম্পাদক সঞ্জয় দাস।
তিনি বলেন, ব্যাঙ্কের সময়সীমা কমিয়ে কর্মচারীদের সুরক্ষিত রাখার ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। প্রসঙ্গত, বুধবার রাজ্য সরকার তাদের কর্মচারীদের ডিউটি সীমা কমিয়েছে। পাঁচটার পরিবর্তে চারটে পর্যন্ত করা হয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যে ব্যাঙ্ক গ্রাহকদের জমায়েতে লাগাম টানছে রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কগুলি। কলকাতার প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বাইরে বসেছে ড্রপবক্স। গ্রাহকদের ব্যাঙ্কে প্রবেশ না করেই ড্রপবক্সে তাদের চেক ফেলতে অনুরোধ করছেন ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ানগুলি। ব্যাঙ্কের গ্রাহকদের খুব প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে আসতে বারন করছেন ব্যাঙ্ক ইউনিয়ানের সদস্যরা। এছাড়াও প্রতি একঘন্টায় ব্যাঙ্কের ফ্লোর সহ আসবাব জীবানুমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক অফিসার্স সংগঠনের সাধারন সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থেই ব্যাঙ্কগুলি খোলা রাখতে হবে। কিন্তুু ব্যাঙ্ক খোলা রাখার পরেও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। ব্যাঙ্কের কর্মীদের দূরত্ব বজায় রেখে কথা বলার জন্য বলা হয়েছে। এছাড়াও ব্যাঙ্কে ভিড় কমাতে নেট ব্যাঙ্কিয়ের সাহায্য নিতে মানুষকে বলা হচ্ছে। ব্যাঙ্কের ভিতর লাইনে না দাড়িয়ে এটিএম ব্যাবহার করতে বলা হচ্ছে। ব্যাঙ্ক কর্মচারীদের কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় দাস।