বাঁকুড়া জেলাজুড়ে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ মার্চ: বাঁকুড়া জেলাজুড়ে শুরু হলো পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ। আজ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন জেলা শাসক কে রাধিকা আইয়ার ও রাজ্যের মন্ত্রী জোৎস্না মান্ডি। আজ দুপুরে তিনটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঁকুড়া সদর মহকুমার বড়জোড়ার ঘুটগড়িয়ায়, খাতড়া মহকুমার রানীবাঁধের হলুদকানালীতে ও বিষ্ণুপুরের মড়ার পঞ্চায়েতের বনকাটি গোটপাড়া মোড়ে প্রকল্পের সূচনা হয়। ঘুটগড়িয়ায় নাদিন থেকে প্রতাপপুর ও প্রতাপপুর গৌরবেড়া পাহাড়পুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুটি রাস্তা তৈরী হবে এই অঞ্চলে। আজ নাদিন প্রতাপপুর রাস্তা তৈরির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা শাসক কে রাধিকা আইয়ার।

অপরদিকে রানীবাঁধের হলুদকানালীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জোৎস্না মান্ডি।
জেলার প্রতিটি অঞ্চলে দুটি করে রাস্তা নির্মিত হবে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। জেলায় মোট ২১০০ রাস্তা তৈরীর পরিকল্পনা রয়েছে রাস্তাশ্রী প্রকল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *