লালগড়ে হাতির হানায় জখম বৃদ্ধ  

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ মার্চ: বনদপ্তরের সর্তকতা না মেনে জঙ্গলে গিয়ে হাতির হানায় জখম হয়েছেন এক ব্যক্তি।

শনিবার সকালে লালগড় থানা এলাকার তাড়কি গ্রামের বাসিন্দা ছিয়াত্তর বছরের বৃদ্ধ শশধর মাহাতো গ্রাম সংলগ্ন তাড়কি জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে একটি দাঁতালের সামনে পড়ে যান। শশধর বাবু পালানোর চেষ্টা করলে হাতিটি তাকে শুঁড়ে জড়িয়ে ধরে ফেলে এবং জঙ্গলের একটি ঝোপে ছুঁড়ে মারে। গুরুতর জখম অবস্থায় জঙ্গলের মাঝখানে তার চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা সেখানে গিয়ে জখম বৃদ্ধকে উদ্ধার করে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গত বুধবার পশ্চিম মেদনীপুর বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় হাতির অবস্থান উল্লেখ সহ একটি সতর্কবার্তা জারি করে এলাকাবাসীদের যখন তখন জঙ্গলে যেতে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here