
আমাদের ভারত, মেদিনীপুর, ১১ মার্চ: ঘাটালের আতপপুরের একটি পুকুরে বুধবার সকালে এক বৃদ্ধের মৃতদেহ ভেসে উঠলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘাটাল থানার পুলিশ এসে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নিমাই চন্দ্র বাগ। বয়স ৬৫। তার বাড়ি পাশের রাধানগর গ্রামে। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। আজ সকালে আতবপুরের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি মদ্যপান করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে মদ্যপানের ফলে জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি, মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।