অঙ্গদান সচেতনতা প্রচারে পুনের বৃদ্ধ

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মার্চ: অঙ্গদান বিষয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে মহারাষ্ট্রের পুনে থেকে বাইক নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন ৬৮ বছরের বৃদ্ধ প্রমোদ লক্ষ্মণ মহাজন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে পৌঁছে প্রমোদ বাবু বলেন, তিনি নিজে একটি কিডনি দান করেছেন। তিনি তার এই ভারত অর্গান যাত্রার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক নাম রেখেছেন রিবার্থ। তিনি চান প্রতিটি মানুষ এই রিবার্থ কর্মসূচিতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে যুক্ত করুন।

তিনি বলেন, একজন ব্যক্তি তার অঙ্গ দানের মাধ্যমে একটি জীবন রক্ষা করতে পারে। চলতি বছরের ১৮ই জানুয়ারি পুনে থেকে শুরু করে গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। ১২৫ দিনে বিভিন্ন রাজ্যের মোট সাড়ে সতেরো হাজার কিলোমিটার পথ ঘুরে ১৫ কোটি মানুষের সঙ্গে সংযোগ করবেন বলে প্রমোদ লক্ষ্মণ মহাজন’ জানান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here