
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ:
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার। পুলিশ সূত্রে জানাগেছে, ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল এবং তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মৃতের নাম-প্রবিরেন্দ্রনাথ দাস
(৬০ )। বাড়ি বেলদা থানার অন্তর্গত খাকুড়দা গ্রামে।শুক্রবার সন্ধ্যার পর বাড়ির সামনে কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ির লোকজন প্রবীর বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেন। শনিবার সকালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।