
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ:
পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা রাধারানী ঘোষ শুক্রবার সকালে স্থানীয় ঘোষপাড়া এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও ওই বৃদ্ধা বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। পরে ঘোষ পাড়ার পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। ঘটনায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।