
আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে দেয়াল চাপা পড়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম তরুলতা মাহাত। তিনি গড়বেতা থানা এলাকার নরহরিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। একটানা বৃষ্টিপাতের ফলে ওই বৃদ্ধার মাটির বাড়ির দেওয়াল নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি। বুধবার রাতে হঠাৎ ওই বৃদ্ধার ওপর হুড়মুড়িয়ে একটি দেওয়াল ভেঙ্গে পড়ে। বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগালেও ওই বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ।