তৃণমূলের স্বীকৃতি সম্মেলনে ক্ষোভ উগড়ে দিলেন পুরাতন কর্মীরা

আমাদের ভারত, হাওড়া, ১৫ মার্চ: তৃণমূলের স্বীকৃতি সম্মেলনে ক্ষোভ উগড়ে দিলেন দলের পরাতন কর্মীরা। রবিবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ডাকে উলুবেড়িয়া পৌরসভা অতিথি নিবাসে আয়োজন করা হয়েছিল এই স্বীকৃতি সম্মেলন। এদিনের এই সম্মেলনে এলাকার বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান ছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব ও ১৩ জন পুরাতন কর্মী উপস্থিত ছিলেন। এদিন সম্মেলন শুরুতেই করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে সকলের হাতে মাস্ক তুলে দেন বিধায়ক ইদ্রিস আলি।

অন্যদিকে এদিন সম্মেলনের শুরু থেকেই পুরাতন কর্মীরা দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনের আগে এইসমস্ত বিষয় নিয়ে আলোচনা করার দাবি তোলেন। এমনকি এদিনের এই সম্মেলনে পৌরসভার বেশ কয়েকটি কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন পুরাতন কর্মীরা। যদিও পরে বিধায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ পুরাতন কর্মীদের মান অভিমান ভুলে পুনরায় দলে ফিরে আসার আহ্বান জানান। এদিন অবশ্য সম্মেলনের শেষে পুরাতন কর্মীরা পুনরায় দলে যোগ দেন।

অন্যদিকে এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায়, বাগনানে বিধায়ক অরুণাভ সেন, শ্যামপুরে বিধায়ক কালীপদ মন্ডল, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, আমতায় সুকান্ত পাল পুরাতন কর্মীদের সম্বধনা দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here