নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ জুলাই: আগামী ২৩ জুলাই বিদ্যুৎয়ের বিল নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে বিজেপি কর্মীরা। দলীয় সূত্রের খবর, কলকাতায় সিএসসির অফিসগুলির সামনে বিক্ষোভ সমাবেশ করবেন গেরুয়া শিবিরের কর্মীরা। অন্যদিকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিসগুলির সামনেও জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে এই কর্মসূচি নিয়েছিল রাজ্য যুবমোর্চা। তবে করোনার আতঙ্কের জন্য প্রতীকি কর্মসূচি পালন করে রাজ্য যুবমোর্চা। বর্তমান সময়ে সিএসসির বিরুদ্ধে কলকাতার মানুষের মধ্যে একটা খারাপ ধারনা তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিদ্যুৎ বিল নিয়ে সিএসসির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। যুবমোর্চাও লাগাতার লকডাউনের মধ্যে বিদ্যুৎয়ের বিল কমানোর দাবিতে আন্দোলন করে আসছে। তাই এই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে ফের আন্দোলনে নামছে রাজ্য বিজেপি।
আগামী মঙ্গলবার ২১ জুলাই। ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎয়ের বিল নিয়েও সভায় বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা আগামী ২৩ জুলাই দিতে পারেন রাজ্য বিজেপি নেতারা।