৮ই জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকলো সিটু

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ নভেম্বর:
নতুন বছরের শুরুতেই ফের বনধের রাস্তায় হাঁটলো সিটু। ৮ই জানুয়ারি দেশব্যাপি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

সিটু নেতা অনাদি শাহু বলেন, কেন্দ্রীয় সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ব সংস্থা বিলগ্নীকরণ করছে। এয়ারইন্ডিয়, বেঙ্গল ক্যামিকেলের বিলগ্নিকরণের সিদ্ধান্ত পাকা করে ফেলেছে। দুটি রাষ্ট্রায়াত্ব তেল কোম্পানী বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে জানান রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি শাহু। বার বার সংসদে বামেরা কেন্দ্রের বিলগ্নীকরণের সিদ্ধান্তের নীতিগত বিরোধীতা করেছে। বিলগ্নীকরণ না করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবরকম ভাবে বোঝাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্পোরেট লবির কাছে মাথা নত করেছে। তার জন্য কর্পোরেট লবির কথা শুনে রাষ্ট্রায়ত্ব সংস্থা গুলিকে বিক্রির করার সিদ্ধান্ত নিয়েছে মোদির মন্ত্রীসভা। তবে বামেরা থাকতে কেন্দ্রীয় সরকার এত সহজে দেশের সম্পত্তি কর্পোরেট লবির কাছে বিক্রি করতে পারবে না। কেন্দ্রীয় সরকারকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যই সংসদের বাইরে এবার জনমত গঠন করবে বামেরা। দেশজুড়ে কেন্দ্রের বিলগ্নীকরণের প্রতিবাদে বনধ করবে বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। মূলত এই বনধ সিটু ডাক দিলেও বিজেপি বিরোধী সমস্ত শ্রমিক সংগঠনের কাছে আহ্বয়ান জানিয়েছেন সিটু নেতা অনাদি শাহু।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here