নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুরে অনুষ্ঠিত হল “১০ মাইল দৌড় প্রতিযোগিতা”

আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মেদিনীপুরের জাতীয় উৎসব বলে পরিচিত, “১০ মাইল দৌড় প্রতিযোগিতা” এই বছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মত আজ সকালে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল ময়দানে অনুষ্ঠিত হয়েছে এই দৌড় প্রতিযোগিতা। মোট ১৩০জন প্রতিযোগী আজকের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও প্রতিযোগী দৌড়বীররা এই দশ মাইল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিবছর।

অমিত জাহাঙ্গীর ৫০মিনিট ২১সেকেন্ড সময়ে দশ মাইল দৌড় সম্পূর্ণ করে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here