
আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জানুয়ারি: বাঁকুড়া ওয়েস্ট পয়েন্ট স্কুলের বিংশতিতম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। বাঁকুড়া শহর সংলগ্ন কেশরায় স্কুলের নিজস্ব মাঠে এই প্রতিযোগিতায় স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রিড়াবিদ আশিস রায়।
ওয়েষ্ট পয়েন্ট স্কুলের কর্ণধার অরিন্দম মাজি জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তার কথা। পড়াশোনায় উন্নতি করতে গেলে প্রয়োজন শরীর ও মন সুস্থ রাখা। তাই এই প্রয়োজনের কথা মাথায় রেখেই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সারাবছরই খেলাধূলাতেও গুরুত্ব দেওয়া হয়। এদিন দৌড় প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন আঙ্গিকের ক্রিড়া ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার ও দৌড় প্রতিযোগিতারও আয়োজন ছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সব মিলিয়ে এদিনের এই প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।