আমাদের ভারত, হুগলী, ১০ জুলাই: আজ ১০ই জুলাই মৎস্যচাষী দিবস উপলক্ষে হুগলীর চূঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে প্রায় চারহাজার মাছের চারা ছাড়া হল গঙ্গায়। জেলা মৎস্য দফতর এবং হুগলী জেলা পরিষদ ও পুরসভার উদ্যোগে এই অনুষ্ঠানে হাজির ছিলেন সব দফতরের আধিকারিকরা।
রাজ্য সরকারের উদ্যোগে সারা বছরই সব জেলার মৎস্যচাষীদের বিভিন্ন রকম জিনিস দিয়ে সাহায্য করা হয়। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গ যাতে মৎস্যচাষে আরোও এগিয়ে যায় এবং গঙ্গায় যাতে মাছের যোগান স্বাভাবিক থাকে তার জন্য নদীতে মাছ ছড়া হল। পাশাপাশি, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার দিকেও জোর দেওয়া হল বলে জানান দফতরের আধিকারিকরা।