বছরের প্রথম দিনই গুলির শব্দে কেঁপে উঠল খড়গপুর, নিহত যুবক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জানুয়ারি: বছরের প্রথম দিনই গুলির শব্দে কেঁপে উঠল খড়গপুর রেল শহরl শহরের মালিরচর মথুরাকাঠি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকেরl পুলিশ সূত্রে খবর, অর্জুন সোনকার নামে ত্রিশ বছরের ওই যুবককে কে বা কারা গুলি করে খুন করেছে তা এখনও জানা যায়নি। খড়গপুর মহকুমা পুলিশে সম্প্রতি রদবদল করা হয়েছেl রদবদলের পরেই দুদিন আগে ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং আজকে গুলি চালানোর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহর জুড়ে। আততায়ীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছেl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here