সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১ জানুয়ারি: লকডাউনের মধ্যেও বেশ কয়েকবার ভবঘুরেদের হাতে খাবার তুলে দিয়েছিল বনগাঁর ছাত্র-ছাত্রীরা। ফের বছরের প্রথম দিনে ভবঘুরেদের কথা মাথায় রেখে নিজেরাই রান্না করে খাবার তাদের তুলে দিল ছাত্র- ছাত্রীরা। শুক্রবার সকাল ১১টা থাকে উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশন চত্বর, অসহায় ছাত্রছাত্রী, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁদের হাতে ভাত, মাংস ও কমলা লেবু বিতরণ করে তারা। এদিন সুস্মিতা, আকাশ, শুভজ্যোতি, স্নেহা, পার্থ, কথিকা, সমুদ্রিতা, সায়ন পৌলমী, পুজা, হর্ষ, শিবম, আরও অনেক ছাত্র-ছাত্রীরা এই কাজে অংশ নেয়।
তারা জানিয়েছে, টিফিনের টাকা বাঁচিয়ে নিজেদের উদ্যোগে তারা বনগাঁয় সমস্ত ভবঘুরে ও বনগাঁ স্টেশন চত্বর এলাকার অসহায় মানুষের হাতে এই খাবার তুলে দিতে পেরেছে। ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, এমনিতেই লকডাউনের মধ্যে অসহায় কর্মহীন ও ভবঘুরেরা কোনও কোনও দিন না খেয়েই দিন কেটিয়েছে। লকডাউনের প্রথম দিকে প্রায় দুইশো অসহায় কর্মহীন ও ভবঘুরের পাশে ছিলাম। তাঁদের খাবারের ব্যবস্থা করেছিলাম। আর আজ বছরের প্রথম দিন, এইদিনে আমরাও যেমন ভাল খাবার খাই তাই এই দিনটাতেও তারাও যাতে ভাল থাকে ভাল খেতে পায় সেকারণেই এই উদ্যোগ। এদিন প্রায় ১৫০ জন অসহায় ভবঘুরে ও অসহায় অনাথ ছাত্র-ছাত্রীদের হাতে খাবার বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগে খুশি বনগাঁর মানুষ।