বছরের শেষ দিনের সকালে ইসলামপুরে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সরকারি পাঠ্য বই

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ ডিসেম্বর: বছরের শেষ দিনের সকালে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সরকারি পাঠ্য বই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিদ্যালয় পরিদর্শকের সদর সার্কেল অফিসে। ঘটনাস্থলে ইসলামপুর দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাথমিকের পড়ুয়াদের সমস্ত বইপত্র সহ আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ ইসলামপুর শহরে প্রাথমিক শিক্ষা পর্ষদের ইসলামপুর সদর সার্কেলের বন্ধ অফিসের গোডাউন থেকে আগুন লক্ষ্য করেন পথচারী মানুষজন। দ্রুত খবর দেওয়া হয় ইসলামপুরের দমকলবাহনীকে। ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। সার্কেল অফিস ও সংলগ্ন গোডাউন বন্ধ থাকায় আগুন বাইরে ছড়াতে না পারলেও আগুনের লেলিহান শিখায় প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠ্যবই ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ইসলামপুর দমকলবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বিলি করার জন্য পাঠ্যবই রাখা হয়েছিল ইসলামপুর সদর সার্কেল অফিসে। আগামী ২ জানুয়ারি বুক ডে’ র দিনে সমস্ত স্কুলগুলিতে পড়ুয়াদের হাতে বই বিলি করা হবে। এরমধ্যেই ভয়াবহ আগুন লেগে সরকারি পাঠ্যবই নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়বে খুদে পড়ুয়ারা।

যদিও ইসলামপুর সদর সার্কেলের অবর পরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন, বেশিরভাগ স্কুলই পাঠ্যবই বিতরনের জন্য সিংহভাগ বই স্কুলে নিয়ে গিয়েছে। কিছু বই ছিল তা আগুনে নষ্ট হয়েছে। আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনার কারনে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের কাজ স্থগিত থাকবে। তবে খুব শীঘ্রই রাজ্য থেকে নতুন বই এনে তা বিলি করা হবে। ইসলামপুর সদর সার্কেলের এই অগ্নিকান্ডের ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here