জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণের আপত্তিকর ছবি বিক্রি, আমাজন বয়কটের ডাক প্রতিবাদীদের

আমাদের ভারত, ২০ আগস্ট:
জন্মাষ্টমীতে রাধা কৃষ্ণের অশ্লীল ছবি বিক্রি করার অভিযোগ উঠল আমাজনের বিরুদ্ধে। হিন্দু ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণকে দেবতারূপে পুজো করেন। অথচ তাদের অশালীন ছবি বিক্রি করা হচ্ছে দেখে প্রতিবাদীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন আমাজন এর বিরুদ্ধে। নেটিজেনরা আমাজন বয়কটের ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের অশ্লীল একটি পেন্টিং বিক্রি করা হচ্ছে আমাজনে। যে কারণে জনপ্রিয় এই ই-কমার্স সাইটের বিরুদ্ধে বেঙ্গালুরুর সুব্রহ্মণ্যম নগর থানায় অভিযোগ জানায় হিন্দু জনজাগৃতি সমিতি। আমাজনে বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানানো হয়।

জানা গেছে, আমাজনের পাশাপাশি একজোটিক’ ইন্ডিয়ার ওয়েবসাইটেও এই ছবিটি বিক্রি করা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে। আবার দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। সোশ্যাল মিডিয়া এই নিয়ে নিন্দার ঝড় ওঠে। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন অনেকেই। প্রশ্ন তোলা হয়েছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার আছে এই সংস্থাগুলির।

জানা গেছে চাপের মুখে ছবিটি নিজেদের সাইট থেকে সরিয়ে ফেলেছে আমাজন। কিন্তু ততক্ষণে রোষের আগুন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একজোটিক’ ইন্ডিয়া এবং আমাজনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো আমাজনের তরফে মেলেনি।

তবে এটাই প্রথম নয় এর আগেও একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়ে গেছে আমাজনের নাম। এর আগেও একাধিকবার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অনলাইন শপিং সাইট এর বিরুদ্ধে। কখনো আবার শিশুর আধার কার্ড নম্বর আপলোড করে দেওয়া হয়েছে সাইটে। কিন্তু সেইসব ভুল থেকে কোনওরকম শিক্ষায় নেয়নি সংস্থা বলেই এই ধরণের ঘটনা ফের ঘটল বলে দাবি নেটাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *