কলকাতা বইমেলা উপলক্ষ্যে এবার অটো রুটের ভাড়া বেঁধে দিল বিধান নগর পুলিশ

সৌভিক বন্দ্যোপাধ্যায়, বিধান নগর, ৯ জানুয়ারি:
উল্টোডাঙা থেকে বিধান নগরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এবার অটো রুটের ভাড়া বেঁধে দিল বিধান নগর পুলিশ। আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন রুটের ভাড়া নির্দিষ্ট করা থাকলেও যাত্রীরা অটো চালকদের বিরুদ্ধে যেমন খুশি তেমন ভাড়া নেওয়ার অভিযোগ করছিলেন। এই নিয়ে যেমন প্রতিনিয়ত বচসা বাড়ছিল, ঠিক তেমনি মাঝেমধ্যেই কখনো যাত্রী বিক্ষোভ আবার কখনো পুলিশি জুলুমের প্রতিবাদে অটো চালানো বন্ধ করে দিচ্ছিলেন অটো চালকরা। সামনে আসছে কলকাতা বইমেলা তাই উল্টোডাঙা থেকে বিধান নগরের বিভিন্ন জায়গার ভাড়া সমস্ত অটো ইউনিয়ন গুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত করল বিধান নগর পুলিশ। কলকাতা বইমেলা পেরিয়ে গেলেও এই ভাড়াই বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।

নতুন এই ভাড়া তালিকায় উল্টোডাঙা থেকে করুণাময়ী ১৫ টাকা, বেলেঘাটা থেকে করুনাময়ী ১২ টাকা, করুণাময়ী থেকে ১০ নম্বর ট্যাংক ভায়া উল্টোডাঙ্গা ২০ টাকা ধার্য করা হয়েছে। আবার করুণাময়ী থেকে বৈশাখী ১৫ টাকা, করুণাময়ী থেকে সেক্টর ফাইভ ১২ টাকা, করুণাময়ী হাউসিং থেকে উল্টোডাঙা ১৫ টাকা, করুণাময়ী আইল্যান্ড থেকে উল্টোডাঙ্গা ১৫ টাকা, করুণাময়ী থেকে নিউটাউন ১৩ টাকা, করুণাময়ী থেকে কাঁকুড়গাছি ১৩ টাকা, করুণাময়ী থেকে ফুলবাগান ১৪ টাকা, সিটি সেন্টার বাটা থেকে উল্টোডাঙ্গা ১২ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ১৩ নম্বর আইল্যান্ড উল্টোডাঙ্গা ১৫ টাকা, বিগ বাজার থেকে উল্টোডাঙা ১৮ টাকা, ৮ নম্বর ট্যাংক থেকে উল্টোডাঙা ১৫ টাকা, বৈশাখী থেকে উল্টোডাঙ্গা ১০ টাকা আর সিটিসেন্টার ১ থেকে করুণাময়ী ১০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here