পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদিজীর আজ ৭৪তম জন্মদিন। মেদিনীপুর শহরে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে শহরের মহাতাবপুরে উগ্রতারা মন্দিরে পূজার্চনা এবং যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। সেইসঙ্গে এলাকায় গৃহ সম্পর্ক অভিযান পালন করা হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার পক্ষে পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য মহিলা নেত্রীরা।
পাশাপাশি বিজেপির জেলা স্বাস্থ্য সেলের পক্ষ থেকে আজ তারই অঙ্গ স্বরূপ যারা সারা বছর সেবা দিচ্ছেন মেদিনীপুর জেলা হাসপাতালের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সম্মানিত করা হলো। উপস্থিত ছিলেন জেলা কনভেনর পবিত্র সাহু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, খড়্গপুর গ্রামীন বিধানসভার বড়কোলা এলাকার খাসতালুক বুথে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। এলাকায় বৃক্ষরোপণ এবং গ্রামবাসীদের হাতে চারাগাছ বিতরণ করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতা শুভজিৎ রায়, শংকর গুছাইত, পবিত্র সাহু, জেলার মিডিয়া ইনচার্জ দেবাশীষ ভুঁইঞা, গ্ৰাম পঞ্চায়েতের সদস্য সুবীর পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি থেকে প্রায় হাজার খানেক বিভিন্ন অর্থকরি গাছ বিতরণ করা হয়।