প্রজাতন্ত্র দিবসে “আমারকার ভাষা আমারকার গর্ব ” গ্রুপের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জানুয়ারি: নদীকেন্দ্রিক সভ্যতা সৃষ্টি হওয়ার কথা সবাই জানেন। একটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠে একটি নতুন সভ্যতা, তা পৃথিবীর সব জায়গায় দেখা গেছে যুগে যুগে। সেরকমই সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আলাদা একটা সভ্যতা ও সংস্কৃতি। সুবর্ণরেখা নদীর বিস্তৃতি ঝাড়খন্ড রাজ্য থেকে বাংলা হয়ে উড়িষ্যা তিনটি রাজ্যে হলেও সুবর্ণরেখা নদী তীরবর্তী মানুষের সংস্কৃতিতে যেন কোথায় একটা মিল আছে। সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের সেই ভাষা সংস্কৃতিকে ধরে রাখার জন্য গঠিত হয়েছে ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি নামে ফেসবুক গ্রুপ।

সেই গ্রুপের পক্ষ থেকে ভাষা সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি নানা ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে। সেই ধারাবাহিকতা আরো মজবুত করতে মঙ্গলবার দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমারকার ভাষা আমারকার গর্ব গ্রুপের সদস্যদের নিয়ে সাঁকরাইলের কুলটিকরি হাইস্কুল মাঠে হল একটি ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২ নং ব্লক, সাঁকরাইল ব্লক ও কেশিয়াড়ী ব্লক অংশ নেয়। দিনের শেষে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ফুটবল টিম বিজয়ী হয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ওই ফেসবুক গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল, সুমন মন্ডল সহ প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here