একই দিনে দুটি মন্দিরে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য দাঁতনে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: একই দিনে দুটি মন্দিরে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। দাঁতন থানার জয়রামপুরের কালী মন্দির সহ পার্শ্ববর্তী একটি ১০০ বছরের পুরনো শীতলা মন্দিরে চুরি হয়েছে বলে দেরিতে পাওয়া খবরে জানাগেছে।

শতবর্ষ প্রাচীন জয়রামপুর কালী মন্দিরে লোহার গ্রিল ও তালা ভেঙ্গে দুষ্কৃতিরা প্রায় আড়াই লক্ষাধিক টাকার গয়না চুরি করে পালিয়েছে বলে অভিযোগ। ভেঙ্গে ফেলা হয়েছে প্রণামী বাক্সও।সকাল বেলা মন্দিরের পুরোহিত মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। দেবীমূর্তির গায়ে থাকা সোনা ও রূপোর সমস্ত গয়না চুরি হয়েগেছে।

মন্দিরে চুরির বিষয়টি দাঁতন থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে।  তদন্তের জন্য এলাকায় পৌঁছান বেলদা মহাকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here