রামনবমী মহাসমারোহ সমিতির উদ্যোগে মেদিনীপুরের কেরানীতলায় রামনবমী পুজোর দ্বিতীয় দিনে হল শস্ত্র পুজো

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: মেদিনীপুর শহরের কেরানীতলায় রামনবমী মহাসমারোহ সমিতির উদ্যোগে আয়োজিত রামনবমী পুজোর দ্বিতীয় দিনে ধুমধাম করে শস্ত্র পুজোর আয়োজন করা হয়। এই শস্ত্র পুজোয় দেশের প্রচলিত প্রাচীন অস্ত্রকে পুজো করা হয়।

দেশ এবং জাতিকে রক্ষা করতে শাস্ত্রের জ্ঞান যেমন দরকার, তেমন শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে অস্ত্রের‌ও প্রয়োজন। তাই এই পুজোর আয়োজন বলে জানান সমিতির পক্ষে আশীর্বাদ ভৌমিক। এই পুজোয় উপস্থিত ছিলেন সমাজসেবী অরূপ দাস, শুভজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here