দ্বিতীয় দিনেও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এবিভিপির সদস্যরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ ফেব্রুয়ারি:
আজ দ্বিতীয় দিনেও মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের সদস্যরা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষার দ্বিতীয় দিনেও ছাত্র ছাত্রীদের জীবনের প্রথম এই বড় পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে ভয়
ভীতি কাটিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারে এই শুভ কামনা করে নয়াবাসানা জনকল্যাণ বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিলেন এবিভিপির সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর কমিটির সভাপতি তপন দেহরি এবং কলেজ ইউনিট সভাপতি মানস দণ্ডপাঠ ও অন্যান্য সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here