
আমাদের ভারত,পূর্ব মেদিনীপুর, ২৪ জানুয়ারি: হলদিয়া যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ভ্যানচালক এবং তার সঙ্গীর।
মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনটি মহিষাদল স্টেশন ছেড়ে বড়দার দিকে যাচ্ছিল। সেই সময় মহিষাদলের চন্ডীপুরের কাছে একটি যন্ত্রচালিত ভ্যান নিয়ে লাইন পার হচ্ছিলেন চালক এবং তার সঙ্গী। সেখানে কোনও রেল গেট ছিল না। ফলে ভ্যানের সঙ্গে ট্রেনটির মুখোমুখি ধাক্কা লাগে। মেশিন ভ্যানটি ট্রেনের তলায় ঢুকে পড়ে, আর ভ্যানচালক এবং তাঁর সঙ্গী ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন। ঘটনায় মেশিন ভ্যানের চালক ও তাঁর সঙ্গীর মৃত্যু হয়েছে।