
আমাদের ভারত,২০ ডিসেম্বর:সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে প্রায় গোটা দেশ।এই আইনের প্রতিবাদে পথে নেমেছে মানুষ। প্রতিবাদ করেছে উত্তর প্রদেশের মানুষও। কিন্তু বৃহস্পতিবার লখনৌ সহ একাধিক এলাকায় এই আন্দোলন হিংসাত্মক আকার নেয়।
পুলিশের অভিযোগ প্রতিবাদী জনতা তাদের দিকে পাথর ছোঁড়ে, জ্বালিয়ে দেয় বহু গাড়ি সরকারি বাস এমনকি দমকলের গাড়িও। আগুন লাগানো হয়েছে দুটি পুলিশ চৌকিতেও। ঘটনায় মৃত্যু হয় একজনের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দেন যারা এই হিংসাত্মক ঘটনার জন্য দায়ী তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নষ্ট হওয়া সরকারি সম্পত্তির ক্ষতি পূরণ করা হবে।
যোগী জানিয়েছেন এই বিষয়ে বৈঠক হবে। প্রতিবাদের নামে কেউ হিংসা ছাড়াতে পারে না এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সমস্ত দোষীরা ধরা পড়বে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
যোগী বলেন, গণতন্ত্রে যে কেউ প্রতিবাদ জানাতে পারে কিন্তু হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেন, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। তাই তারা মানুষের মধ্যে গুজব রটিয়ে বিভ্রান্ত করছেন। তিনি স্পষ্ট জানান এই আইনের কারণে কোন জাতি বা কোন ধর্মের মানুষের কোনো রকম ক্ষতি হবে না। তবু হিংসা ছড়ানো হচ্ছে। যারা সরকারি সম্পত্তি ক্ষতি করছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ করা হবে। গণতন্ত্রের হিংসার কোন স্থান নেই।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল হতে পারে উত্তরপ্রদেশ। তা আন্দাজ করে আগেভাগেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু তার মধ্যেও প্রতিবাদে শামিল হয় মানুষ।