বিশ্ব পরিবেশ দিবসে জল, জঙ্গল রক্ষা করতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে জল, জঙ্গলকে রক্ষা করতে মানুষের কাছে আহ্বান জানালেন দিলীপ ঘোষ। শুক্রবার তিনি এক ভিডিও বার্তায় বলেন, মানুষ আধুনিকতার নামে পরিবেশ ধ্বংস করছে। যার ফলে আজকের দিনে জীব বৈচিত্র বিপন্ন। কিন্তু পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষকে পরিবেশ রক্ষা করতে হবে। আমরা দেখেছি লকডাউনে পরিবেশ দূষণ অনেকটাই কমেছে। যার জন্য পশুপাখি সবাই রাস্তায় নেমেছে। এটা খুব আনন্দের কথা। তবে লকডাউন মিটলেও সবাইকে পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রাখতে হবে। জীব বৈচিত্র রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিশ্ব পরিবেশ দিবসে শুক্রবার সল্টলেকে বৃক্ষরোপণ করেন তিনি। সারা বছর মানুষ যাতে বৃক্ষরোপণে আগ্রহী হয় তারজন্যও রাজ্যের বাসিন্দের কাছে আহ্বান জানান দিলীপ ঘোষ। তিনি আরও জানান, আমফানের তান্ডবে রাজ্যে বহু গাছ ধ্বংস হয়েছে। তার জন্য আগামী দিনে রাজ্যের সকল মানুষকে আরও বেশি করে গাছ লাগাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *