আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ জুলাই: বিগত কয়েক বছরের মতো এ বছরও মাধ্যমিকে পাশের হারে পূর্ব মেদিনীপুর রাজ্যের মধ্যে প্রথম। এবারে পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.৫৯ %। দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে পাশের হার
৯২.৬%। তৃতীয় স্থানে আছে কলকাতা। কলকাতার পাশের হার ৯১.০৭%।
মেধাতালিকাতেও এই জেলার ৯ জন কৃতি ছাত্র-ছাত্রী দশের মধ্যে স্থান করে নিয়েছে। এদের মধ্যে ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে এগরার ভবানীচক হাই স্কুলের দেবস্মিতা মহাপাত্র। দেবস্মিতা আবার রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করেছে। তৃতীয় ছাড়াও ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দশম স্থানেও জেলার কৃতীরা আছে। ৬৮৭ নম্বর পেয়ে এগরার দক্ষিণ চক হাইস্কুলের অরিজিৎ প্রহরাজ ও জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের সপ্তর্ষি জানা ষষ্ঠ স্থান দখল করেছে। ৬৮৬ নম্বর পেয়ে ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুলের ঋচিক সামন্ত, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের তিয়াস প্রামানিক ও দক্ষিণচক হাইস্কুলের অনুষ্টুপ দাস সপ্তম স্থানে আছে। ৬৮৫ নম্বর পেয়ে কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুলের সৌম্যপ্রভ দে অষ্টম স্থানে আছে। ৬৮৪ নম্বর পেয়ে দুবদা ডি বীরেন্দ্র হাইস্কুলের তন্ময় বর নবম স্থানে আছে। ৬৮৩ নম্বর পেয়ে জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুলের সোহম মাইতি দশম স্থানে আছে।