
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জানুয়ারি: শান্তিপুরের তৃণমূল নেতা শান্তনু মাহাতো খুনের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।ধৃত যুবকের নাম অরূপ সরকার। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে।
প্রঙ্গত, চলতি মাসের ১৪ তারিখে শান্তিপুরের বড় বাজার এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে খুন হন তৃণমূল কর্মী শান্তনু মাহাতো।ঘটনায় মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল।তার তদন্ত শুরু করে এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।