১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে উলুবেড়িয়ায় গ্রেফতার ১ 

আমাদের ভারত, হাওড়া, ৩০ ডিসেম্বর: গাড়ি বিক্রির নাম করে পরিকল্পনা করে এক ব্যক্তিকে ডেকে এনে তার থেকে ১০ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগে মঙ্গলবার রাজাপুর থানার পুলিশ পাঁচলা মোড় থেকে মহম্মদ শাহিদ ওরফে সাধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের বাড়ি কলকাতার গাডেনরিচ এলাকায়। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানাগেছে, শাহিদ ও তার বন্ধু রশিদ দীর্ঘদিন ধরেই গাড়ি কেনাবেচার কাজ করে। সেইমত কলকাতার বাসিন্দা গৌরব সিং গাড়ি কেনার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে। সূত্রের খবর, শাহিদ ও রশিদ ১০ লক্ষ টাকায় একটি গাড়ি বিক্রির কথা গৌরবকে জানায়। এবং মঙ্গলবার টাকা নিয়ে ১৬ নং জাতীয় সড়কে পাঁচলা মোড়ে আসতে বলে। জানাগেছে, মঙ্গলবার গৌরব টাকা নিয়ে একটি গাড়িতে করে পাঁচলা মোড়ে এসে দুজনের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শাহিদ ও রশিদ সেখানে হাজির হয় এবং গৌরবের সঙ্গে গাড়ি নিয়ে আলোচনা শুরু করে। অভিযোগ, তিনজনে আলোচনা করার মাঝেই একটি গাড়িতে করে ৫ অচেনা ব্যক্তি সেখানে হাজির হয়। অভিযোগ, এরপরেই তারা গৌরবের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ১০ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এদিকে ৫ ব্যক্তি পালিয়ে যাওয়ার পরে শাহিদ ও রশিদ পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা শাহিদকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here