পিকনিক করে বাড়ি ফেরার পথে বসিরহাটে  মৃত ১, আহত ২

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জানুয়ারি: পিকনিক থেকে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরও দুই বন্ধু। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার
সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের, মানিক মোড় এলাকায়।

ভান্ডার খালি থেকে পিকনিক করে গভীর রাতে একটা 
মোটর বাইকে করে বাড়ি ফিরছিল তিন বন্ধু সৌভিক 
মন্ডল (১৭), রুপম মন্ডল ও প্রীতম বিশ্বাস, এদের বাড়ি সিতুলিয়ায়। মানিক মোড়ের কাছে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে 
সজোরে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে
তিনজন গুরুতর ভাবে আহত হয়।তারপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে খুলনা 
গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, সৌভিক মন্ডলকে 
চিকিৎসকরা মৃত বলে ঘোষণাকরে।
বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাথায় কোনও হেলমেট ছিল না, এবং জোরে গাড়ি চালানোর জন্যে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টারতদন্ত শুরু করেছে ওই তিন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য 
বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে আজ 
সোমবার।
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here