সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ ডিসেম্বর: কুয়াশায় ঢাকা শীতের রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালকের। আহত হয়েছে দুই শিশু সহ চারজন। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কল্যাণগড় মোড়ে। মৃত অটো চালক ইয়া ভাই নামে পরিচিত, হাবড়ার দারিয়া পুরের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রী নিয়ে একটি অটো হাবড়া থেকে কচুয়ার দিকে যাচ্ছিল। অটোটি কল্যাণগড় মোড় পার হওয়ার সময় পিএল ক্যাম্পের দিক থেকে সুহৃদ সংঘ গামী একটি মারুতি দ্রুতগতিতে ছুটে আসে এবং সজোরে ওই অটোকে ধাক্কা মারলে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালকের। দুই শিশু সহ চারজন অটো যাত্রী আহত হয়।
জানা গিয়েছে, ইয়া ভায়ের অটোয় চেপে হাবড়া থেকে দারিয়াপুর যাচ্ছিল যাত্রীরা। এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যস্ততম এই মোড়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ এলাকার মানুষ।