বেড়াতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু প্রেমিকার, আহত প্রেমিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রেমিকার। গুরুতর আহত প্রেমিক। রবিবার সাতসকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়া থানার চোংদা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশি নজরদারি কমে যাওয়ায় ট্রাকচালকরা যে কতটা বেপরোয়া হয়ে ওঠেন, ফের তার প্রমাণ মিলল রবিবার সকালে। তীব্র গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে সেই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। গুরুতর আহত এক যুবক। ট্রাক সহ চালক ও খালাসিকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। মৃতের নাম পূজা ঘোষ (২০), আহত কানাইলাল সাহা। কানাইলাল সাহা রেলে চাকরি করেন।

স্থানীয় সূত্রের খবর, গাইঘাটার দিক থেকে বাইকে করে আসছিলেন যুবক কানাইলাল সাহা ও তার প্রেমিকা পূজা ঘোষ। চোংদা মোড় চত্বরে পেছন দিক থেকে একটি বেপরোয়া ট্রাক এসে ধাক্কা মারে তাদের বাইকে। এরফলে কানাইলাল রাস্তার পাশে একটি বালির বস্তায় ধাক্কা মারে। সেই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হল পূজার। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা দুজনকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায়, দুজনেরই বাড়ি গাইঘাটা থানার রামপুর ও বকচরা এলাকায়। দুজনেরই বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here