দীঘা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত১ আহত ১

আমাদের ভারত, দীঘা, ১৩ ডিসেম্বর : দীঘার সমুদ্র আর দেখা হল না শুভঙ্করের। দীঘা আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দীঘাগামী এক মোটরসাইকেল আরোহী পর্যটকের। আহত আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদাতে।

জানাগেছে, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থেকে দুটি মোটরসাইকেলে চেপে চার পর্যটক দীঘা বেড়াতে আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি অলটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটর সাইকেলের। মারিশদা থানার বেতালিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় দুই সাথীকে পড়ে থাকতে দেখে পেছনে আসা অন্য মোটরসাইকেলের আরোহীরা। তারাই আহত দুই বন্ধুকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করে। মৃত যুবকের নাম শুভঙ্কর সরকার।
আহত অপর পর্যটককে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করেছে তার বন্ধুরা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ছোট গাড়িটিকে আটক করে মারিশদা থানায় নিয়ে গেছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here