এক লক্ষ মানুষের সমাগম হবে অমিত শাহের সভায়, দাবি দিলীপ ঘোষের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: অমিত শাহের সভায় একলক্ষ মানুষের সমাগম করবে রাজ্য বিজেপি। শনিবার কলকাতায় এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, এর আগেও আমরা রাজ্যে বড় সভা করেছি। ১০ লক্ষ মানুষের সভাও রাজ্য বিজেপি করছে। রবিবার অমিত শাহের সভায় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও বহু মানুষ আসবেন। অমিত শাহর সভা সাফল্যের সঙ্গে হবে বলে জানান বিজেপির রাজ্যসভাপতি। তাঁর দাবি, শহীদ মিনার আগামীকাল পুরোপুরি ভর্তি হয়ে যাবে। প্রসঙ্গত, রবিবার সিএএর সমর্থনে কলকাতায় সভা করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাতে হাজির হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সিএএ ইস্যুতে রাজ্যের মাটিতে টানা প্রচার করে যাচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিরোধীদের পর এবার সিএএর সমর্থনে রাজ্য সবথেকে বড় সভা করেছে মুরলিধর সেন লেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here