
আমাদের ভারত, কোচবিহার, ২৭ মার্চ: করনা ভাইরাসের আতঙ্কে যেখানে দেশ থেকে রাজ্য সর্বত্র আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আবহে আজ বৃহস্পতিবার কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা তিনি দিলেন। আজ কোচবিহারের একটি বেসরকারি ব্যাংকে গিয়ে সেখানে এই এক লক্ষ টাকা দেন। তিনি বলেন, করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সুনাগরিকের পরিচয় দিয়ে এক লক্ষ টাকা তিনি মুখ্যমন্ত্রী তহবিলে দিলেন।