পেট্রাপোল থেকে ৪৬ লক্ষ টাকার সোনা সহ  গ্রেফতার ১

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ফেব্রুয়ারি: সাতটি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার গুনারমাঠ এলাকা থেকে সোনা সহ ওই পাচারকারীকে গ্রেফতার করে। বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম হাবিবুল্লা পাল। উদ্ধার হওয়া সাতটি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৪৬ লক্ষ টাকা।

বিএসএফ সূত্রের খবর, এদিন সন্ধ্যে নাগাদ গুনারমাঠ চত্বরে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৫৮ ব্যটেলিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের 
দুপাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতেপায়।যারা কিছু জিনিস ছুড়ে দেওয়ার চেষ্টা করছিল।সেই সময়ে বিএসএফ জওয়ানরা সেই জায়গায়
পৌছে তাদের চ্যালেঞ্জ জানায়, জওয়ানদের দেখে 
সমস্ত চোরাকারবারীরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 
পালিয়ে যায়। বিএসএফ জওয়ানরা ওই 
এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশির পর তারা এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে প্লাস্টিকে মোড়ানো সাতটি সোনার বিস্কুট উদ্ধার করে। সোনার বিস্কুট সহ ধৃতকে শুক্রবার কাস্টমসের হাতে তুলে দেয়। ধৃতকে আজ বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।       
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here