সাগরদিঘিতে জাল নোট সহ গ্রেফতার এক

আমার ভারত, মুর্শিদাবাদ, ৫ আগস্ট: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত মোড়গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট সহ গ্রেফতার করা হল একজনকে। বুধবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভামশী জানান, মঙ্গলবার রাতে ৫ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ৫০০ ও ২ হাজার টাকার জাল নোট সহ মোট ৫ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুমন শেখ। সে মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার সময় সাগরদিঘি থানার মোড়গ্রাম এলাকা থেকে জাল নোট সহ তাকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here