গোবরডাঙ্গা থেকে অবৈধ ১০০ লিটার দেশি মদ সহ গ্রেফতার ১

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ নভেম্বর:
অবৈধ ১০০ লিটার দেশি মদ সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গা রানিডাঙ্গার কাছে হানা দিয়ে সুব্রত ঢালী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ১০০ লিটার মদ। ধৃত হাবরা থানা ফুলতলা অঞ্চলের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ধৃত সুব্রত ঢালীর কাছে দেশি মদ বিক্রি করার কোনও লাইসেন্স ছিল না। দীর্ঘদিন ধরেই সে ওই  এলাকা সহ তার আশেপাশে অঞ্চলের লোকেদের কাছে মদ বিক্রি করতো।

পুলিশ জানিয়েছে, এদিন গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে  গিয়ে দেখা যায় সাদা পলিথিনে জারে করে সে যুবকদের কাছে মদ বিক্রি করছে। পুলিশ দেখে সে দৌড়ে পালাবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে অবৈধ দেশি মদের বোতলগুলি উদ্ধার করেছে। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here