স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: ছট পুজোর সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায়। মৃত ব্যাক্তির নাম প্রদীপ হালদার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনটি কাটিহার থেকে রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছানোর কিছুক্ষণ বাদেই স্থানীয় বাসিন্দারা সুভাষগঞ্জ এলাকায় রেললাইনের ধারে ক্ষতবিক্ষত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান প্রদীপ হালদার নামে ওই ব্যক্তি প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।