
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর:
অন্যমনস্ক হয়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম গৌর মাহাতো, বয়স পঁয়তাল্লিশ।বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নেকুরসেনি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে নটা নাগাদ নেকুরসেনি স্টেশন সংলগ্ন এলাকায় অন্যমনস্ক হয়ে রেল লাইন পার হচ্ছিলেন গৌর মাহাত। সেই সময় আচমকা একটি মালগাড়ি চলে আসে। ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে যান তিনি।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে জিআরপি পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং খড়্গপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।