বেলদার ঠাকুরচকে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই বুলেরো গাড়ি, প্রাণ গেল এক জনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: দিঘা বেড়িয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি পর্যটক বোঝাই বুলেরো গাড়ি। আর এই দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে।

ঘটনায় জানা যায়, বাঁকুড়া থেকে একদল পর্যটক পূর্ব মেদিনীপুর দিঘাতে বেড়াতে গিয়েছিলেন। আজ সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাঁশ বোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে বুলেরো গাড়িটি রাস্তার কাছে থাকা একটি কাঁটার বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। আর এই দুর্ঘটনায় একজন পর্যটক গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় বেলদা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ এবং সমস্ত দিক খতিয়ে দিচ্ছে তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here