
আমাদের ভারত, হাওড়া, ২১ মার্চ: শুক্রবার রাতে হাওড়ার উলুবেরিয়ার যৌনপল্লিতে এক ব্যক্তি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাগেছে, ওই ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করা হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের নাম, জাকির মোল্লা (৩৪)। সে উলুবেড়িয়ার কালিনগর আল পুকুরের বাসিন্দা। পেশায় মাংস বিক্রেতা।
স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানা যায়, নিয়মিতভাবে জাকির ওই যৌনপল্লিতে আসতো। তবে পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে অশান্তির জেরে তাকে খুন হতে হয়। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে উলুবেড়িয়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।